Monday 28 October 2013

ওয়েব ডিজাইন, ডেভেলপমেন্ট এবং ফ্রিল্যান্সিং শেখার অসাধারণ কিছু সাইটঃ

ইংরেজীঃ
www.w3schools.com
www.w3programmers.com
webdesign.tutsplus.com
www.dontfeartheinternet.com
www.codecademy.com
www.udacity.com

বাংলাঃ
www.tutorialbd.com
www.webcoachbd.com
www.earntricks.com
www.techtunes.com.bd/category/tutorial

Friday 11 October 2013

পোর্টফোলিও কি?

পোর্টফোলিও কি?

অনেকেই হয়তো জানেন, তারপরও নতুনদের সুবিধার্থে বলছি। ব্যক্তিগত পোর্টফোলিও সাইট হচ্ছে এমন একটি সাইট যা একজন ব্যক্তির কর্মগুনকে বিশ্বের কাছে উপস্থাপন করার সুযোগ করে দেয়, যেখানে তিনি নিজেই একটি ব্র্যান্ড।। সে ব্যক্তি হতে পারেন গ্রাফিক ডিজাইনার, লেখক, ফটোগ্রাফার কিংবা যে কোন পেশাজীবী।

এখন বলি, পোর্টফোলিও কেন করবেন।

আসলে একজন ক্লায়েন্ট আপনার কভার লেটার এ লিখা রচনা কিংবা সার্টিফিকেট দেখতে চায় না। এতকিছু দেখার সময়ও ক্লাইন্টের হাতে থাকেনা। ক্লাইন্ট দেখতে চায় আপনি কি কাজ করেন, কেমন করে করেন। সেটাই যদি আপনি আপনার ওয়েবসাইটে তুলে ধরতে পারেন তবেই কাজ পাবার সম্ভাবনা অনেক বেড়ে যায়। আপনি হয়তো বলতে পারেন, আমার ওডেস্ক একাউন্টের পোর্টফোলিওই তো অনেক ভারি। তবে নতুন করে সাইট খোলার ঝামেলায় যাব কেন?

হ্যা দরকার আছে, কারণ ওডেস্কের প্রোফাইল দেখতে ক্লাইন্টের বেশি সময় ব্যয় করতে হয় তাছাড়া লোড হতেও সময় নেয়। অপরদিকে পোর্টফোলিও সাইট এর একটি লিঙ্কই আপনার পরিচয় তুলে ধরবে।

কি কি দেয়া যেতে পারে...

১. আপনার কাজ করা প্রোজেক্টের লিষ্ট
২. প্রোজেক্টের ছবি
৩. কাজটাকে যতটুকু সম্ভব বর্ণনা করুন (পয়েন্ট ওয়াইজ)
৪. ওডেস্কে/মার্কেটপ্লেসে ফিডব্যাক থাকলে সেটার লিঙ্ক দিন।
৫. কাজের রেট, বোনাস, কমেন্টস ইত্যাদি।

তবে আপনার পোর্টফোলিও সাইটে ভুলেও কোন কন্টাক্ট নাম্বার কিংবা ইমেইল কিংবা স্কাইপ আইডি দিবেন না, এটা ওডেস্ক পলিসি ভায়োলেশন।

কোথায় আপলোড করবেন?

নেট এ অনেক ফ্রি হোস্টিং সাইট আছে, খুব সহজেই কনফিঊসড হয়ে পরবেন কোনটা রেখে কোনটাতে খুলবেন। তাই পোর্টফোলিও আপলোড করার জন্যে তিনটি নামকরা ফ্রি হোষ্টিং সাইট দিয়ে দিলামঃ

• Coroflot http://www.coroflot.com/
• Carbonmade http://carbonmade.com/
• Krop http://www.krop.com/creativedatabase/
• About http://about.me/

কিছু ভাললাগা পোর্টফোলিও সাইটের এড্রেসঃ
http://buero-buero.org/
http://thuytruc.me/
http://jtcdesign.com/

মনে রাখবেন, ফ্রিল্যান্সিং যতটা সহজ ভাবছেন ততটা সহজ নয়। এখানে আপনাকে আপনার দক্ষতার পাশাপাশি যোগ্যতাও প্রমাণ করতে হবে। প্রতিযোগীতায় টিকতে হবে বিশ্বব্যাপী।

Wednesday 9 October 2013

ওয়েব ডেভেলপমেন্ট টেষ্টিং এ প্রয়োজনীয় ৫টি টুল

প্রতিটি ওয়েবসাইট তৈরী কিংবা আপগ্রেডের পর এবং চালু করার আগে টেষ্ট করে নিতে হয়। কারণ কোন ব্রোকেন ওয়েবসাইট চালু করার পর ব্যবহারকারীদের বিরূপ প্রতিক্রিয়াগুলো একজন ডেভলপারের জন্যে দুঃস্বপ্নের সমান। তাছাড়া কোম্পানীর খ্যাতির উপর প্রভাবের কথা বলতে গেলে তো অনেক কিছুই বলতে হবে। তাই ওয়েবসাইট তৈরী করার পর সেটা টেষ্ট করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ। সৌভাগ্যবশত এ কাজটিকে আরও সহজ করে দিতে অনেক টুল রয়েছে যা দিয়ে সিএসএস ভ্যালিডেশন থেকে শুরু করে ওয়েবসাইটের স্পিড টেষ্টিং সবই করা যায়। কিন্তু আমরা অনেকেই টুলগুলো সম্পর্কে না জানার কারণে ব্যবহারও করি না।

চলুন দেখে নিই কোন কোন টুল ব্যবহার করে আপনি একজন ইউজারকে সমস্যামুক্ত এবং সম্পূর্ণ ওয়েবসাইটের অভিজ্ঞতার সাথে পরিচয় করিয়ে দিতে পারেন।

১. রেস্পন্স টাইম, ফাইল সাইজ, এবং লিংক টেষ্ট করা দরকার? WebSitePulse Test Tools এর জন্যে একটি প্রয়োজনীয় টুলসঃ
http://www.websitepulse.com/

২. ব্রাউজার টেষ্টিং একটি ওয়েবসাইটের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। যেকোন কম্পিউটারে ব্রাউজার টেষ্টিং এর জন্যে spoon Browser Sandbox বেশ কাজের একটি টুল। আপনি যে কোন ব্রাউজার আপনার কম্পিউটারে ইন্সটল না করেই অনলাইনে ব্রাউজার টেষ্ট করতে পারবেন।
http://spoon.net/browsers/

৩. ফ্রন্ট এন্ড কোড এবং সিএসএস ডিবাগিং ইস্যু নিয়ে কাজ করার জন্যে প্রোগ্রামারদের কাছে একটি জনপ্রিয় টুল হল ফায়ারবাগ।
https://getfirebug.com/

৪. হটাৎ করেই সোসিয়াল সাইটগুলোতে শেয়ারিং এর কারণে আপনার সাইটে ষ্ট্রেস পড়ছে, সাইট সে ষ্ট্রেস সামলাতে পারবে তো?
Load Impact আপনাকে এ প্রশ্নের উত্তর খুজে বের করতে সাহায্য করবে।
http://loadimpact.com/

৫. Web Developer, ফায়ারফক্সের এমন একটি এক্সটেনশন যা ওয়েবসাইট টেষ্টিং এর জন্যে কোন ডেভলপারই এড়িয়ে যেতে পারেন না। কারণ এর অসংখ্য ফিচার রয়েছে যা ব্রোকেন ইমেজ টেষ্টিং থেকে শুরু করে কুকি ইনফরমেশন, মার্কআপ ভেলিডেটিং এর মত টেষ্টিং এর কাজে ব্যবহৃত হয়।
https://addons.mozilla.org/en-US/firefox/addon/web-developer/