Thursday 26 September 2013

এ্যাডসেন্স এর বিকল্প হিসেবে ব্যবহার করুন “গ্লোএডমার্কেট” এ্যাড নেটওয়ার্ক। বিশেষ করে ডাউনলোড/মুভি সাইটের জন্যে।

সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন। আশা করি ভালো আছে। সময়ের অভাবে আজকাল টিটিতে টিউন করাই হয় না। তবে আজকে মুলত একটা নতুন কিন্তু খুবই ভালো এ্যাড নেটওয়ার্ক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। যারা মুভি, মিউজিক, সফটওয়্যার কিংবা যে কোন ধরনের ডাউনলোড সাইট করেছেন তাদের জন্যে যথেষ্ট ভালো একটা এ্যাড নেটওয়ার্ক হচ্ছে "গ্লোএডমার্কেট"

এ্যাড সিস্টেমঃ

এরা মুলত ইম্প্রেশন, ক্লিক, eCPM ও কনভারসেশন এর উপর রেট নির্ধারণ করে থাকে। নিচের ছবিতে আমার আজকের রিপোর্ট দেখতে পারেন। এদের এ্যাডের ফরম্যাট যথেষ্ট ভালো। স্লাইডার ও ব্যানার এই দুই ধরনের এ্যাড ব্যবহার করতে পারেন। এরা মোট ৫ ধরণের ব্যানার এ্যাড সাপোর্ট করে থাকে। সেগুলো হচ্ছেঃ 300x250, 120x600, 468x60, 728x90. আমার মতে 300x250, 120x600 ও 728x90 এই ফরম্যাট এর এ্যাড গুলোতে eCPM বেশি থাকে। আর ক্লিকও পরে ভালো। (ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি)
এছাড়াও আপনি একই পেজে যত খুশি তত এ্যাড ইউনিট ব্যবহার করতে পারেন। তবে ৪/৫ এর অধিক এ্যাড ইউনিট ব্যবহার না করাই ভালো। বেশি এ্যাড ইউনিট ব্যবহার করলে eCPM কমে যায়। তাই, ৩/৪/৫ টার বেশি এ্যাড ইউনিট ব্যবহার করবেন না।
Gloadmarket এ আমার আজকের Earning রিপোর্ট

পেমেন্ট সিস্টেমঃ

এরা মাত্র ১ ডলার হলেই পেমেন্ট দিয়ে থাকে। চিতিকা, ইনফোলিঙ্কস কিংবা Yllix এর মত পেমেন্ট দিতে ওরা দেরী করে না। ঠিক সময়ে খুব দ্রুত পেমেন্ট করে থাকে।

কাস্টমার সাপোর্টঃ

কাস্টমার সাপোর্টের ক্ষেত্রে আমার দেখা সবচেয়ে ভালো এ্যাড নেটওয়ার্ক এটা। যে কোন ব্যাপারে (হোক সেটা সাইট এ্যাপ্রুভাল কিংবা কোন কমপ্লেইন) ওরা মাত্র ২৪ ঘন্টার মধ্যেই উত্তর দিয়ে থাকে। সেই সাথে রয়েছে ২৪ ঘন্টার স্কাইপ সাপোর্ট! আমার জানামতে অন্য কোন এ্যাড নেটওয়ার্ক এমনটা করে না।
তাই, দেরী না করে এ্যাডসেন্স এর বিকল্প হিসেবে ব্যবহার করে দেখতে পারেন। ও হ্যাঁ, আরেকটা কথা। আপনি চাইলে এ্যাডসেন্স এবং গ্লোএডমার্কেট-এর এ্যাড একসাথে ব্যবহার করতে পারেন। কোন সমস্যা হবে না।

সাইন আপ



Wednesday 25 September 2013

Web design

ওয়েব ডিজাইন শেখার অসাধারণ পাঁচটি বইঃ

অনেকেই ব্লগ কিংবা বই পড়ে শিখতে ভালবাসেন। নিজে নিজে শেখার জন্য ইউটিউব, অনলাইন কোর্স কিংবা ব্লগের মত অনেক উপায় থাকলেও স্বশিক্ষায় শিক্ষিত হতে অনেকেই বইয়ের স্থানটাই সবার আগে বিবেচনা করেন।
তাই যারা নিজে নিজে ওয়েব ডিজাইন শিখতে চান তাদের জন্য নিচের বইগুলো হতে পারে শ্রেষ্ঠ পছন্দ:

১. ডিজাইন এন্ড বিল্ড ওয়েবসাইটঃ
http://bit.ly/1eGm0sz

২. লার্নিং ওয়েব ডিজাইনঃ
http://bit.ly/19yCihk

৩. ডিজাইনিং উইথ ওয়েব ষ্ট্যান্ডার্ডঃ
http://bit.ly/1bbsm2P

৪. ডোন্ট মেইক মি থিংকঃ
http://bit.ly/16q623y

৫. সি এস এস মাষ্টারিঃ
http://bit.ly/15ssxUM

Saturday 7 September 2013

লিংক বিল্ডিং করার জন্য প্রয়োজনীয় ওয়েবসাইটের লিস্ট
এস ই ও করার জন্য প্রয়োজনীয় ওয়েবসাইটগুলো সব সময় খোজ করি আমরা। এখানে প্রয়োজনীয় ওয়েবসাইটগুলোর লিস্ট দেয়ার চেষ্টা করলামঃ

List of Social Bookmark sites with Pagerank: http://www.mediafire.com/view/?4kdlgwthg0n7jn5

List of Forum sites with Pagerank: http://www.mediafire.com/view/?li0u6hrol49jd4n

List of Web 2.0 Properties with Pagerank: http://www.mediafire.com/view/?ooxgbz2i0mg3wcm

List of Press Release sites with PageRank: http://www.mediafire.com/view/?psry4qjexutwmyg

List of Web Directories with Pagerank: http://www.mediafire.com/view/?g721j5gzr8ahl48

List of Blog Directories with PageRank: http://www.mediafire.com/view/?bgbkp84n4zsjc1z

List of DO-Follow Blog Site:http://www.mediafire.com/?wpoqx27h7zqa9q3

List of Auto Approved Article Sites with Pagerank: http://www.mediafire.com/view/nnbmvhtimf1h20j/auto_approved_article_sites.doc

List of Quality Article Directories: http://www.mediafire.com/view/?m2d3oxo0iq6f3kp

List of Video Blog with PageRank: http://www.mediafire.com/view/?gg375dwl7c3c9mz

RSS Directory List with PageRank: http://www.mediafire.com/view/?69m9syp9mb9hgj6

Doc Sharing Sites with PageRank: http://www.mediafire.com/view/?g7phd301qq000r7

 বিঃদ্রঃ সাধারনভাবে বাল্ক আকারে লিংক বিল্ডিং করলে আপনার ওয়েবসাইটটির জন্য কোন উপকারতো হবেইনা। বরং আপনার ওয়েবসাইট স্থায়ীভাবে ব্যান হয়ে যেতে পারে। সেজন্য্ ধীরস্থিরভাবে মানসম্মত আর্টিকেল এর মাধ্যমে লিংক বিল্ডিং করতে হবে। বিভিন্ন ধরনের লিংক বিল্ডিং প্রসেস একই সাথে পরিকল্পনামাফিক করতে থাকেন। কোন ওয়েবসাইটকে গুগলে টপ রেজাল্টে আনতে চাইলে ২-৩ মাসের জন্য পরিকল্পনা করুন, সেই অনুযায়ী ধীরস্থিরভাবে আপনার লিংকবিল্ডিং কার্যক্রম শুরু করুন।

Friday 6 September 2013

ইন্টারনেটে ফটোশপ শেখার জন্য ১০টি অসাধারন ওয়েব সাইটঃ


ইন্টারনেটে ফটোশপ শেখার জন্য ১০টি অসাধারন ওয়েব সাইটঃ

সময়ের স্মার্ট পেশা গ্রাফিক্স ডিজাইনার। অন্যান্য সব চাকরির চেয়ে গ্রাফিক্স ডিজাইন পেশাটি সবচেয়ে নিরাপদ ও ঝামেলা বিহীন। অনলাইন মার্কেটে কাজের পাশাপাশি দেশি বিভিন্ন প্রতিষ্ঠানে ভাল বেতনে চাকরি করার সুযোগ রয়েছে একজন গ্রাফিক্স ডিজাইনারের। একজন গ্রাফিক্স ডিজাইনারের কাজের ক্ষেত্র হিসেবে ইন্টার‌্যাক্টিভ মিডিয়া, প্রমোশনাল ডিসপ্লে, জার্নাল, কর্পোরেট রিপোর্টস, মার্কেটিং ব্রোশিউর, সংবাদপত্র, ম্যাগাজিন, লোগো ডিজাইন, ওয়েবসাইট ডিজাইনসহ বিভিন্ন বিষয় রয়েছে। লোকাল মার্কেট বা অনলাইন মার্কেটপ্লেস যেটাই বলি না কেনো প্রতিনিয়ত গ্রাফিক্স ডিজাইনের কাজের পরিমাণ বাড়ছে।

আপনারা হয়তো জানেন, সেই গ্রাফিক্স ডিজাইন বা ছবি নিয়ে কাজ করার জন্য অ্যাডোবি ফটোশপ বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সফটওয়ার। এই ফটোশপ দিয়েই এত এত কাজ করা যায় যা কিনা এই এক পোষ্টে বলে শেষ করা সম্ভব নয়। শুধু এতটুকু বলতে পারি এই ফটোশপের উপর দক্ষতা থাকলে আপনিও এমন সব অসাধারণ কাজ করতে পারবেন।

কিন্তু সত্যি বলতে গেলে ফটোশপ শেখা অতটা সহজ নয়। ফটোশপ দিয়ে "মোটামুটি কাজ" করতে পারেন অনেকেই, কিন্তু প্রফেশনাল লেভেলের কাজ করতে হলে কিংবা ছোট থেকে বড় বিভিন্ন কাজ করার জন্য অজস্র মেন্যু, কিবোর্ড কমান্ড এবং শর্টকাট কি মুখস্থ করতে হবে। তবে একবার শিখে গেলে ফটোশপ ছাড়া কাজ করতেই আর ইচ্ছে করবে না। অনেকেই হয়ত জানেন না, ফটোশপ শেখার জন্য ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব হতে পারে এক অতি কার্যকর মাধ্যম এবং শিক্ষক।

ওয়েবই হতে পারে আপনাদের সেরা শিক্ষক, সে লক্ষ্যেই আপনাদের সাথে অসাধারন কিছু ওয়েবসাইটের ঠিকানা শেয়ার করব যা আপনাদের শেখার পথকে আরো সহজ করে দেবে।

টিউটোরিয়াল৯.কমঃ http://www.tutorial9.net/category/tutorials/photography-tutorials/

ফটোশপ কন্টেষ্টঃ http://photoshopcontest.com/tutorials/photoshop-tips.html

ফটোশপলেডিঃ http://www.photoshoplady.com/

পিএসডিটাটসঃ http://psd.tutsplus.com/

লুক্সাঃ http://luxa.org/

গুড টিউটোরিয়ালঃ http://www.good-tutorials.com/

ফটোশপ টিউটোরিয়ালঃ http://www.photoshoptutorials.ws/

ফটোশপ এসেনশিয়ালঃ http://www.photoshopessentials.com/

পি এস হিরোঃ http://pshero.com/

পিএসডিটপঃ http://www.psdtop.com/

সাইটগুলো একটা একটা করে সময় নিয়ে ঘুরেই দেখুন না, কত অসাধারন কাজের টিউটোরিয়াল দেয়া আছে, আপনার কাজ হল সময় নিয়ে সেগুলো দেখা এবং ধৈর্য নিয়ে অনুশীলন করা। আশা করি গ্রাফিক্স ডিজাইন ক্যারিয়ারে এই ওয়াবসাইটগুলো আপনাদের কাজে আসবে। আজ এ পর্যন্তই, ভাল লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না যেন।

ইলাষ্ট্রেটর

কোয়ালিটিফুল গ্রাফিক্স রিসোর্স লাগবে?

গত বছর DeviantART তাদের গ্রুপ প্লাটফর্ম চালু করার পর থেকে ফ্রি এবং কোয়ালিটিফুল গ্রাফিক আর্ট ডাওনলোডের ক্ষেত্রে নতুন দিগন্ত খুলে দিয়েছে। এমনি একটি গ্রুপ হল AI-Resources যারা এডোবি ইলাষ্ট্রেটর এর উপর অসাধারণ গ্রাফিক আর্ট ফ্রি ডাওনলোড করার সুযোগ দিয়ে থাকে। আজ সেখান থেকে কিছু ভাল লাগা কনটেন্ট আপনাদের সাথে শেয়ার করবো। যারা গ্রাফিক্স ডিজাইনের মত একটি অসাধারণ ক্রিয়েটিভ প্লাটফর্মে কাজ করছেন তাদের কাজে আসবে আশা করি।

এখানে যে কনটেন্ট গুলো শেয়ার করবো সেগুলো মূলত ৫ টি বিভাগে বিভক্তঃ
টিওটোরিয়া, ব্রাশ, প্যাটার্ন, ডাওনলোডেবল ফাইল এবং কন্টেন্টস।

চলুন তবে রিসোর্সগুলো দেখে নিইঃ

১। টিউটোরিয়ালঃ

এই গ্রুপটি মূলত ফ্রি টেক্সট টিউটোরিয়াল প্রোভাইড করে।

লিংকঃ http://deviantjc.deviantart.com/art/Adam-s-Apple-Walkthroutorial-106139812

ভেক্টর পেইন্টিং: http://ryannzha.deviantart.com/art/Vector-painting-Tutorial-109514192

প্যাটার্ন ব্রাশ টিউটোরিয়ালঃ http://carinareis.deviantart.com/art/Pattern-Brush-Tutorial-113820550

২. ব্রাশঃ ইলাষ্ট্রেটরে স্পেশাল ইফেক্ট দিতে গেলে ব্রাশ বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চলুন কিছু ব্রাশ দেখে নিইঃ

ব্রাশঃ http://ai-resources.deviantart.com/gallery/23919763

এবষ্ট্রাক্ট ব্রাশঃ http://humannature84.deviantart.com/art/Abstract-brushes-2-0-152985121

ইলাষ্ট্রেটর ব্রাশ সেটঃ http://nrmb.deviantart.com/art/illustrator-brush-set-3-105937495

ক্যান্ডি কেইন ব্রাশঃ http://pica-stock.deviantart.com/art/Candy-Cane-Brush-145084683

৩. প্যাটার্ণঃ ইলাষ্ট্রেটর এ টেক্সচার কিংবা ব্যাকগ্রাউন্ডের কাজে প্যাটার্ণের ভূমিকা অনস্বীকার্য। এটা যেন আর্টের ভেতরের আর্ট।

ফিফটিস ওয়ালপেপার প্যাটার্ণঃ http://asseyedee.deviantart.com/art/Fifties-Wallpaper-Pattern-78384317

52হাফটোন প্যাটার্ণঃ http://faeriedreamer.deviantart.com/art/52-Halftone-Patterns-88266989

ইলাষ্ট্রেটর সাসিকো প্যাটার্ণঃ http://shoriameshiko.deviantart.com/art/Illustrator-Sashiko-Patterns-23518999

R2010 প্যাটার্ণ প্যাকঃ http://r2010.deviantart.com/art/r2010-pattern-pack-1-130513836

৪. ডাওনলোডঃ আইকন থেকে শুরু করে আর্ট পিস এখান থেকে ডাওনলোড করতে পারবেন। তবে বেশিরভাগ ফাইলই শেখার কাজে ব্যবহার যোগ্য। এক্সপার্ট্রা কিভাবে কাজ করে সেটা পার্ট বাই পার্ট দেখার সুযোগ পাবেন।
ব্লু ভেক্টর রিমিক্সঃ http://chewedkandi.deviantart.com/art/Blonde-on-Blue-Vector-Remix-110496917

নোটবুক ষ্টকঃ http://enigmasi.deviantart.com/art/Notebook-Stock-ai-164706362

মাশরুম ভেক্টর প্যাকঃ http://pixelworlds.deviantart.com/art/Mushroom-Vector-Pack-164777308

এ আই ফাইলঃ http://limkis.deviantart.com/art/Ai-file-Hall-of-shame-116723983

এ আই রিসোর্সঃ http://ai-resources.deviantart.com/

তবে মনে রাখবেন, কিছু রিসোর্সের ক্ষেত্রে হয়তো ডেভিয়েন্ট আর্টের মেম্বারশীপ চাইতে পারে, সেক্ষেত্রে একটু সময় নিয়ে রেজিষ্ট্রেশন করে মেম্বার হয়ে যাবেন। এতে আপনার এক কড়িও খরচ হবে না। আর রিসোর্স ব্যবহার করার আগে সেগুলোর রিসোর্স রুলসগুলো পড়ে নিবেন। কারণ কিছু কিছু ফাইল এডুকেশন পারপাস দেয়া আছে।

আশা করি গ্রাফিক্স ডিজাইন ক্যারিয়ারে কিংবা শেখার জন্যে এই কনটেন্টগুলো আপনাদের কাজে আসবে। আজ এ পর্যন্তই, ভাল লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না যেন।