Thursday 18 July 2013

একজন ওয়েব ডেভেলপারদের জন্য যে সকল ওয়েবসাইট এর হেল্প প্রতিদিন লাগে

একজন ওয়েব ডেভেলপারকে একটি ওয়েব সাইট ডিজাইন এবং ডেভেলপ করার জন্য অনেক গুলো ক্ষুদ্র ক্ষুদ্র কাজ করতে হয়। যেমন ঃ

১। ইমেজ ক্রপিং এবং সাইজিং ।

২। HTML Coding

৩। JQuery Coding

৪। আকর্ষণীয় Menu, Banner ইত্যাদি।

আর তাই কিছু ওয়েবসাইটের সহযোগিতা সবসময় লাগে। তো চলুন জেনে নিই কিছু হেল্পফুল ওয়েবসাইটের নাম ।

১। http://www.w3schools.com/ : Coding এর হেল্প পাওয়ার জন্য w3schools.com এর বিকল্প কোন ওয়েবসাইট আছে বলে আমার জানা নাই । জানা থাকলে দয়া করে বলেবেন। তাতে আমিসহ সকলের উপকার হবে।

২। http://www.dynamicdrive.com/ : ইমেজ ক্রপিং এবং সাইজিং, form effect, image effect, image slideshow ইত্যাদি কাজের জন্য অসাধারণ একটি সাইট । আমি বাক্তিগত ভাবে এই ওয়েবসাইটের সহযোগিতা সবসময় নিয়ে থাকি ।

৩। http://www.htmldrive.net/ : ready made banner, Menu, Navigation, Plugins ইত্যাদির জন্য আপনি এই ওয়েবসাইট সহযোগিতা সবসময় পাবেন ।

এছাড়া প্রতিটি CMS এর জন্য আছে তাদের নিজস্ব অফিসিয়াল ওয়েবসাইট সেগুলার সহযোগিতা প্রায় লাগে যেমন ঃ

১। Worspress এর official website http://www.wordpress.org/
2। Joomla এর official website http://www.Joomla.org/
৩। Drupal এর official website https://drupal.org/
৪। Magento এর official website http://www.magentocommerce.com/

এছাড়া আর কিছু ওয়েবসাইটের এর সহযোগিতা আর সবশেষে Google আর Youtube মামা তো আছেই । ব্যাস আর কি লাগে । এখন প্রয়োজন শুধু শ্রম আর আধ্যবসায়। তাহলে একদিন আপনিও হয়ে উঠবেন একজন নামকরা ওয়েব ডেভেলপার।
সূত্র- techtunes